রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে সন্ত্রাসী
হামলা ভাঙচুর লুটপাট,
ব্যাপক ক্ষয়ক্ষতি!
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
রূপগঞ্জে সন্ত্রাসীরা দুইটি মুদি দোকান ও একটা বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা এসময় ব্যবসায়ীর দোকান ও ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে ১১ লক্ষ ত্রিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে বলে জানা গেছে। বাধা দেয়ায় দুই গৃহবধূকে মারধর করে আহত করেছে বলেও জানা গেছে।

গত ২ এপ্রিল বুধবার রাত সাড়ে ৮টায় রূপগঞ্জ গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় হানিফ সরকার ও ওমর ফারুক সরকারের মুদি দোকানসহ বসতঘরে এ হামলার ঘটনাটি ঘটে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় হানিফের দোকানে বিস্কুট কেনার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাকান্দাইল এলাকার সুমন, মাহফুজ, আবু সাঈদ, মনজুর মোল্লা, রকি, আইয়ুব আলী ছাড়াও অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী রাত সাড়ে ৮টার দিকে হানিফের মুদি দোকান ও ওমর ফারুকের মুদি দোকান হামলা ছাড়াও ওমর ফারুকের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। হামলাকারিরা ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে ও ঘরে থাকা নগদ কয়েক লক্ষ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
বাঁধা দিলে সন্ত্রাসীরা গৃহবধূৃঁ রোকসানা (৩৫) ও দ্বীপা (৩৮)কে মারধর করে আহত করে। তাদের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ওমর ফারুক সরকার জানান, এই ঘটনার পর ৯৯৯ ফোন করলে সেনাবাহিনীর লোকজন পুলিশ পাঠিয়ে দেয়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনা ওমর ফারুক বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।