রূপগঞ্জে মর্তূজাবাদ যুব সমাজের উদ্যোগে
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নারায়নগঞ্জের রূপগঞ্জে মর্তুজাবাদ যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধায় উপজেলার ভূলতা ইউনিয়নের মর্তুজাবাদ মাদ্রাসা মাঠে প্রায় ৫,শত রোজাদার ব্যক্তিদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুবদল নেতা কামাল হোসাইনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার ছাদাত সায়েম, সহ-সভাপতি আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন, ভূলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবদল ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, যুবদল নেতা শাকিল আহমেদ নুরু, স্বেচ্ছাসেবক দল নেতা সোলাইমান, হাফিজুর রহমান, ভূলতা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাসনাত হাসান রবিন, যুবদল নেতা সালাউদ্দিন, মহিবুল্লাহ মিয়া, শরিফ মিয়া, ওমর ফারুক, মহিউদ্দিন, ইমতিয়াজ ভূইয়া সজীব সহ আরো অনেকে।
ইফতারের পূর্বে মর্তুজাবাদ গ্রামের মুর্দেগান ও মানবজাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।