রূপগঞ্জে রাজউকের নকশাবর্হিভূত ভবন
উচ্ছেদে অভিযান ॥ জরিমানা আদায়
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় বৃহস্পতিবার (২৪এপ্রিল) বৃহস্পতিবার রাজউকের অনুমোদনহীন ভবন নির্মাণ কাজের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ লিটন সরকার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এসময় পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশ নেয়। আমলাবো এলাকার চার ভবনের মালিককে এক লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভেঙ্গে ফেলা হয় ভবনের নকশা বহির্ভূত অংশ।
এছাড়া নির্মাণাধীন ৬/৭টি ভবনের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উচ্ছেদ অভিযানে নিয়মবর্হিভূতভাবে ভবন নির্মাণ করায় আমলাবো গ্রামের মতিয়ার রহমান, বেল্লাল হোসেন, আলমগীর হোসেন ও জাকির হোসেন ভুঁইয়াকে ১লাখ টাকা করে ৪লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় তাদের ভবনের নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেয়া হয়।

জানা গেছে, রাজউকের অনুমোদন ছাড়া গোলাকান্দাইল ইউনিয়নে ভবন নির্মাণ করা যাবে না। কিন্তু গোলাকান্দাইল ইউনিয়নবাসী এ সিদ্ধান্ত জানেন না। তাই তারা ইউনিয়ন পরিষদ থেকে এনওসি নিয়ে নকশা করে ভবন নির্মাণ করছেন। কেউবা নকশার অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করেছেন। আবার কেউবা নকশার অনুমোদন নিয়েছেন ঠিকই কিন্তু নিয়মবর্হিভূতভাবে ভবন নির্মাণ করছেন। কেউবা নকশার আংশিক মেনে ভবন নির্মাণ করছেন। আবার কেউবা নকশার বাইরে ভবন নির্মাণ করছেন। এরকম নানা অভিযোগে রাজউক এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ লিটন সরকার বলেন, রাজউকের নকশা ও ইমারত আইন অনুযায়ী ভবনগুলোর নির্মাণ কাজে অসানজস্বতা রয়েছে। রাজউকের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। রাজউকের অনুমোদিত নকশার বাইরে কোন ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।