Tnntv24 রূপগঞ্জ সংবাদদাতাঃ
রাজউকের নতুন শহর পূর্বাচলে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পরিবারের ১০ কাঠার ৬টি প্লটসহ অনিয়নের মাধ্যমে বরাদ্দ নেয়া বিগত সরকারের দোসরদের সকল প্লট বরাদ্দ বাতিলের দাবিতে গতকাল শনিবার পূর্বাচলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় আদিবাসিরা।
বৃষ্টি উপেক্ষা করে দুপুর ১২টার দিকে আদিবাসী সমন্নয়ক ও কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেনের নেতৃত্বে পূর্বাচলের ১১ নাম্বার সেক্টর পর্শি এলাকায় তারা এই কর্মসূচী পালন করেন।এসময আদিবাসিরা জানান- রাজউকের আইন অনুসারে যাদের জমি বা বাড়ি অধিগ্রহণ করা হয়েছে, প্লট বরাদ্দের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। কিন্ত এখন পর্যন্ত ৬০ শতাংশ ক্ষতিগ্রস্থ আদিবাসি প্লট পায়নি। এদিকে গত ১০ বছর যাবত বিগত সরকার আদিবাসীদের প্লট বরাদ্দ বন্ধ রাখলেও বিশেষ ক্ষমতা আইনে -১৩-এ- সরকার হাজার হাজার প্লট বরাদ্দ দিয়েছে।
এর ভেতরে শেখ হাসিনার দুই বোন- ৪ সন্তান- ১৫ গাড়ি চালকসহ বিনা ভোটের এমপি- রাজনীতিবিদসহ বিগত সরকারের চাটুকাররা রয়েছেন। তাই অভিলম্বে ওইসব প্লটের বরাদ্দ বাতিল করে ক্ষতিগ্রস্ত আদিবাসিদেরকে ফিরিয়ে দেয়ার জন্য তারা দাবি জানান।
এসময় রাজউক ও সরকার বরাবর ৫ দফা দাবি তুলে ধরে আদিবাসীরা বলেন অনতিবিলম্বে এই ৫ দফা দাবি পূরণ করা না হলে রাজউক ঘেরাওসহ তারা আরও কঠোর কর্মসূচী পালন করবেন।