Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সিনিয়র সহ সভাপতি শফিকুল আলম ভূইয়া, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খাঁন মুন্না, সাংবাদিক মাসুদ ভুঁইয়া, এস এম রুবেল মাহমুদ, ইমদাদুল হক দুলাল, মাছুম খান, বিল্লাল হোসেন, আল-আমিন মিন্টু, সৈয়দ নাজমুল হক, আলম হোসেন প্রমুখ।
সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, হামলা, যৌতুক, বাল্যবিয়ে, যানজট নিরসন ও মানবপাচারসহ সামাজিক ব্যাধি নিরসনে প্রশাসন ও সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়।
পরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।