Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাসিঁর দন্ডপ্রাপ্ত তিন আসামীকে গ্রেফতার করেছে র্যাব ১১।
বুধবার (৪ সেপ্টেম্বর ) রাতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা
হয়। গ্রেফতারকৃতরা হলো সোসাদ্দেক ওরফে সাদেক আলী (৩২) জাকারিয়া (৩২)
জুলহাস দেওয়ান(৪৫) । বৃহস্প্রতিবার দুপুরে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের আদমজীতে
অবস্থিত র্যাব ১১ প্রধান কার্যালয়ে এক বিফ্রিংয়ে র্যাব ১১ সিও লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এসব তথ্য জানান।
হয়। গ্রেফতারকৃতরা হলো সোসাদ্দেক ওরফে সাদেক আলী (৩২) জাকারিয়া (৩২)
জুলহাস দেওয়ান(৪৫) । বৃহস্প্রতিবার দুপুরে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের আদমজীতে
অবস্থিত র্যাব ১১ প্রধান কার্যালয়ে এক বিফ্রিংয়ে র্যাব ১১ সিও লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এসব তথ্য জানান।
র্যাব জানায়, গত ৬ আগষ্ট বিকেলে গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি
কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার
ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষিরা তাদরে নিভৃত করার চেষ্টা করলে বন্দিরা
কারারক্ষিদের উপর চড়াও হয়। এক পর্যায়ে বন্দিরা দাঙ্গাহাঙ্গামা চলার সময় দক্ষিণ
অংশের পেরিমিটার ওয়াল ভেঙ্গে গর্ত করতে থাকলে তা প্রতিহত করা হয়।
কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার
ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষিরা তাদরে নিভৃত করার চেষ্টা করলে বন্দিরা
কারারক্ষিদের উপর চড়াও হয়। এক পর্যায়ে বন্দিরা দাঙ্গাহাঙ্গামা চলার সময় দক্ষিণ
অংশের পেরিমিটার ওয়াল ভেঙ্গে গর্ত করতে থাকলে তা প্রতিহত করা হয়।
এ সময় অন্যদিক দিয়ে কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুটির উপর ফেলে মই বানিয়ে পশ্চিম দিকের দেয়াল
টপকে ২০৩ জন বন্দি পালিয়ে যায় এবং বুলেট ইনজুরিতে ৬ জন বন্দি
নিহত হন।
নিহত হন।
র্দীঘ প্রায় এক মাস পালিয়ে থাকার পর র্যাব নারায়ণগঞ্জের
আড়াইহাজার থেকে দুজনকে এবং মুন্সিগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করে।
আড়াইহাজার থেকে দুজনকে এবং মুন্সিগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করে।