নারায়ণগঞ্জ বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে নকল শিশুখাদ্য কারখানায় অভিযান;কারখানা সিলগালা, নকল পণ্য ধ্বংস : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে কৃষি জমিতে জোরপূর্বক বালু ভরাট, ভূমিদস্যু দালাল চক্রের সদস্যকে গণধোলাই : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া  ফুটপাতে  জমে উঠেছে শীতের পোশাকের বাজার : Nafiz Ashraf. Tnntv24
ছাত্র-জনতার গন-আন্দোলনের  থিমে সাজছে এবারের বানিজ্য মেলা : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত : Nafiz Ashraf.Tnntv24
তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই  রূপগঞ্জে কৃষক  সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24
জিয়াউর রহমানকে রাজাকার বলা যুবলীগ নেতার বাড়িতে হামলা : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে কর্মহীন যুবকদের আত্মকর্মসংস্থানে আয়বর্ধক মূলক প্রশিক্ষণ : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে উৎসাহ উদ্দীপনায়  বিএনপির বিজয় শোভাযাত্রা : Nafiz Ashraf.Tnntv24 
সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে  রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ : Nafiz Ashraf.tnntv24
Next
Prev

শরিফ ফার্মাসিউটিক্যাল কোম্পানীর শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ,বিক্ষোভ, দীর্ঘ যানজট

শরিফ ফার্মাসিউটিক্যাল কোম্পানীর শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ,বিক্ষোভ, দীর্ঘ যানজট

Facebook
WhatsApp
LinkedIn
শরিফ ফার্মাসিউটিক্যাল কোম্পানীর শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ,বিক্ষোভ, দীর্ঘ যানজট
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতা:
বেতন বৈষম্য, কর্মঘন্টা নির্ধারণ, চাকুরি স্থায়ীকরণ, শ্রমিক নির্যাতন বন্ধসহ ১৯ দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের বরাবো এলাকায় অবরোধ করা হয়। শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় শরিফ ফার্মাসিউটিক্যাল কোম্পানীর কর্মর্কতা, কর্মচারী ও শ্রমিকরা এ কর্মসূচি পালন করে।
ঢাকা-সিলেট মহাসড়কের বরাবো এলাকায় শ্রমিকরা প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক নেতা জনি রহমান। সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা জাহিদ হাসান, কনক বাড়ৈ, এখলাছ উদ্দিন, সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের বেতন নির্ধারণ, বার্ষিক বেতন বৃদ্ধি, ঈদ বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি, ওভারটাইম, সরকারি ছুটি ও চাকরিচ্যুতদের তিন মাসের বেতন দিতে হবে। কর্মচারীদের ৮ঘন্টার বেশি কাজ করানো যাবে না। শ্রমিক ইউনিয়ন গঠন করতে দিতে হবে। শ্রমিকদের যখন-তখন চাকরিচ্যুত করা যাবে না। কর্মরত অবস্থায় কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক দুর্ঘটনার শিকার হলে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। প্রশাসনিক ব্যবস্থাপকের পদত্যাগসহ ১৯দফা দাবি পূরণ করতে হবে।  অন্যথায় বৃহত্তর শ্রমিক আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে শ্রমিকদের অবরোধে মহাসড়কের বরাবো এলাকার উভয় দিকে ৮কিলোমিটার দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। তাতে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। দুপুর ১টায় শ্রমিকদের যুক্তিসঙ্গত দাবি পূরণ করা হবে বলে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।
কারখানার ব্যবস্থাপক মফিজ উদ্দিন বলেন, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ১৯দফা দাবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের ন্যায় সঙ্গত দাবি কর্তৃপক্ষ পূরণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য শরিফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডে প্রায় ৯ শতাধিক শ্রমিক কর্মচারী নিয়োজিত রয়েছেন। দীর্ঘদিন ধরে ওই কারখানার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছেন। শ্রমিকদের ছুটি দেওয়া হয় না। শ্রমিকদের ৯ দফার সঙ্গে কর্মকর্তাদের আরও ১০ দফা যুক্ত করে তারা একাত্মতা প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!