শহরের লোকেরা মিছিল মিটংয়ে আমাদের
ব্যবহার করেছেন,বিনিময়ে কিছুই পাইনি
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি ও মডেল ডি ক্যাপিটাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন । তিনি বলেছেন, শহরের লোকেরা মিছিল মিটংয়ে আমাদের ব্যবহার করেছেন। বিনিময়ে কিছুই পাইনি। আজ জেলা পর্যায়ে কথা বলছি, আগামীতে জাতীয় পর্যায়ে কথা বলব ইনশাল্লাহ।
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন বিকালে বৃহত্তর খানপুর হাজীগঞ্জ তল্লা এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাসুদুজ্জামানের ভাই শামীম আহমেদ, মডেল গ্রুপের জিএম (ডেভেলপমেন্ট) মনির হোসেন সরদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর কৃষক দলের আহবায়ক এনামুল খন্দকার স্বপন, মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, আমরা নারায়ণগঞ্জবাসীর সাংগঠনিক সম্পাদক বদরুল হক, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুল, ১১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক এস এম দীপু সহ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, আমাদের এই অঞ্চলটা অনেক আংশেই বঞ্চিত। আমরা অনেক বছর শহরের লোকজনের দেখা কম পেয়েছি, ভালোবাসা কম পেয়েছি। আমাদেরকে বহু লোক এড়িয়ে চলেছে। কারণ আমাদের এই অঞ্চলে সাহস করে বলার মত লোক ছিলো না। সবাই আমাদের অঞ্চলকে ব্যবহার করেছে। মিছিল মিটিংয়ের জন্য শহরের লোকেরা আমাদেরকে ব্যবহার করেছে। বিনিময়ে আমরা কিছুই পাইনি। আমরা যারা জেলা পর্যায়ে কথা বলছি কালকে জাতীয় পর্যায়ে কথা বলবো ইনশাল্লাহ। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই।
তিনি আরও বলেন, আমি চেম্বার অব কমার্সে যেদিন দায়িত্ব নিয়েছিলাম, সেদিন অনেক সাংবাদিক আমাকে বলেছিলেন, এতদিনে নিরপেক্ষ লোক পাওয়া গেছে’। চেম্বারে দায়িত্ব নেওয়ার পরই বলেছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেবো, ৪ মাসের মধ্যে আমরা নির্বাচন দিয়ে এসেছি। নির্বাচন দিয়ে আমাদের জায়গা খালি করে চলে এসেছি। যারা পতিত সরকারের নেতৃবৃন্দ ছিলেন তারা বিকেএমইএ ও চেম্বার অব কমার্সে যুগের পর যুগ ছিলেন। আমরা যদি তাদের অনুসরণ করতাম, তাহলে যুগের পর যুগ থাকতে পারতাম। কিন্তু আমরা সেটা করিনি। আজকে যে ছেলেগুলো চেম্বারে কাজ করছে, তাদের আশেপাশে কোনো পীর নাই, কোনো উপদেষ্টা নাই, তারা নিজেরাই নিজেদের উপদেষ্টা। তার মানে আমরা পারি, আমরা লোভ এড়াতে পারি।
পরে অসুস্থ ১১ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সাইদুর রহমান বাবুকে দেখতে ঈদের দিন সন্ধ্যায় তার বাসায় যান মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান।