শীতলক্ষ্যার উপর কদম রসূল সেতুর নকশা
পুন:নির্ধারণের দাবিতে স্মারকলিপি
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
শীতলক্ষ্যা নদীর উপর কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পুনঃনির্ধারণ ও যথাযথ সমীক্ষা জনিত ত্রুটি দাবি করে দ্রুত সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে নগর ভবনে এই স্মারকলিপি প্রদান করা হয়।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।
নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ভবানী শংকর রায়, জিয়াউল ইসলাম কাজল, জাহিদুল হক দীপু, ধীমান সাহা জুয়েল, হাফিজুল ইসলাম ও আবু নাইম খান বিপ্লব।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শীতলক্ষ্যা নদীর উপর কদম রসুল সেতুর নির্মাণ প্রয়োজনীয় হলেও এর নকশায় জনমতের প্রতিফলন নেই। বিশেষ করে সেতুর পশ্চিম প্রান্ত নারায়ণগঞ্জ কলেজ সংলগ্ন ফলপট্টি এলাকার মতো অত্যন্ত ব্যস্ত সড়কে এসে শেষ হওয়া নগরবাসীর জন্য চরম দুর্ভোগ ডেকে আনবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “এই অংশে রেলগেট, স্কুল-কলেজ, বাজার, বাস-রেল-লঞ্চ টার্মিনালের সংযোগ থাকায় প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি থাকে। এ অবস্থায় যদি সেতুর মুখ এখানেই পড়ে, তাহলে পুরো এলাকা অচল হয়ে পড়বে।”
তারা অভিযোগ করেন, যথাযথ যানবাহন ধারণক্ষমতা, প্রভাব বিশ্লেষণ ও নাগরিক মতামতের ভিত্তিতে সমীক্ষা না করেই নকশা তৈরি করা হয়েছে। এতে প্রকল্পটি জনউপকারের বদলে ভোগান্তির কারণ হয়ে উঠবে।
স্মারকলিপিতে দ্রুত সমীক্ষা করে সেতুর পশ্চিমমুখ পুনঃনির্ধারণের আহ্বান জানিয়ে বলা হয়, “অপরিকল্পিত উন্নয়ন মানেই জনদুর্ভোগ। যেনতেনভাবে প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নেব।”
তারা আরও উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বহু প্রকল্প, মেগা-প্রকল্প গ্রহণ করা হয়েছে যা, কেবল মাত্র নিজেদের ব্যক্তি বিশেষের অর্থ লুটপাটের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে বলে পরবর্তীতে প্রমাণ হয়েছে। সে সব প্রকল্প বিভিন্ন জায়গায় উপকারের চেয়ে ক্ষতির কারণ হয়ে উঠেছে।