শীতলক্ষ্যার তীরে গাছ রক্ষ্যার জন্য স্মারক লিপি দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে। স্মারক লিপিতে দাবিনামা উপস্থাপন করেছে শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৩টায় নগরভবনে মেয়রের কাছে এই দাবিনামা উপস্থাপন করা হয়।
শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী কবি আরিফ বুলবুল, সদস্য সচিব শুভ দেব, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণে সাবেক সভা প্রধান শিল্পী অমল আকাশ, সাংবাদিক আফসার বিপুল, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সদস্য শুক্কুর মাহমুদ জুয়েল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, প্রথম আলো বন্ধুসভার জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
আরিফ বুলবুল বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ পৃথিবীর অন্যতম দূষিত একটি শহর। এই শহরের প্রাকৃতিক পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে এখানে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় হাই এলার্ট জারি করা প্রয়োজন। এই রকম দশা হতে মুক্তির জন্য এখানে প্রচুর পরিমাণ গাছ লাগানো ও সামাজিক বনায়ন জরুরী। যেখানে একটি গাছ কাটলেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, সেখানে প্রাণ-প্রকৃতির বিষয়ে পরোয়া না করে, কেবল অবকাঠামোগত উন্নয়নের নামে বি আাই ডব্লিউ টি এ কর্তৃক এতোগুলো গাছ কাটাকে আমরা প্রাণ-প্রকৃতির বিরুদ্ধে জঘন্যতম অপরাধ হিসেবে দেখি।
তিনি আরও বলেন, আমরা জানি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ শহরকে প্রাণ-প্রকৃতিবান্ধব করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আগেও সিটি কর্পোরেশনকে এ বিষয়ে স্মারকলিপি দিয়েছি। আমাদের চাওয়া হচ্ছে সিটি কর্পোরেশন যেন এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। সবার অংশগ্রহণ ছাড়া শহরের প্রাণ-প্রকৃতি পরিবেশ রক্ষা করা সম্ভব না। নইলে চরম ক্ষতি একবার হয়ে গেলে তা আর ফিরিয়ে আনা যাবে না।