Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সংবিধান অনুযায়ী দেশের সকল গোষ্ঠির সমান অধিকার আছে। সংবিধান কার্যকর করার জন্য সরকার সচেষ্ট, আমরা এটা চর্চা করে আসছি, লালন করে আসছি। সব অধিকারের জন্যই আমাদের দরজা খোলা আছে এবং আগামী দিনেও এই অধিকার সংরক্ষণ করার জন্য আমরা অত্যান্ত সচেষ্ঠ আছি এবং থাকব।
সারদীয় দুর্গোৎব বিষয়ে উপদেষ্টা বলে; আমি কোন ধরণের আশংকা অথবা নাশকতার শংকা করি না। গত দুই দিন যাবত শান্তিপূর্ণ ভাবে হয়ে আসছে, আমাদের প্রত্যাশা আমাদের আশা দশমী পর্যন্ত সনাতন ধর্মের অনুসারীরা অত্যান্ত ধর্মীভাব গাম্ভির্য নিয়ে উদ্দীপনা নিয়ে উৎসাহ নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব দূর্গোৎসব পালন করতে পারবে। এ পর্যন্ত আমাদের কাছে বড় ধরনের কোন সহিংসতার খবর নেই।
শুক্রবার ( ১১ অক্টোবর ) রাতে দেওভোগ জামি’য়া আরাবিয়া দারুল উলূম মাদরাসায় ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা খালিদ হোসেন এসব কথা বলেন।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি আলহাজ মোহাম্মদ হাতেমর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল ও হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী সহ নেতৃবৃন্দ।
তিনি বলেন, চট্টগ্রামে সংগীত নিয়ে একটি বির্তক হয়েছে। আমরা এটা জানলাম সজল দত্ত নামে একজন হিন্দু লোক কিছু মুসলমান ছাত্রদেরকে পুজা মন্ডবে আমন্ত্রণ জানিয়েছে যেন হিন্দু মুসলিম ঐক্য মিলন এ জাতিয় সংগীত পরিবেশন করার জন্য, তারা এটা করেছেন। এ নিয়ে দু’ ধরনের কথা আমাদের কাছে আসছে। এ ব্যাপারে যদি জেলা প্রশাসকের কাছ থেকে লিখিত বক্তব্য পাই তখন হয়ত আমরা এটা সরকারী ভাবে বলতে পারব। এখানে দুই ধরনের কথা থাকলেও এটাকে এডিট করে প্রচার করা হয়েছে। এটা নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। মানুষ বিব্রত হয়েছে। এ কারণে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গভীর রাত পর্যন্ত সেখানে ছিল। আমরা এগুলো মনিটর করেছি, থানায় মামলা হয়েছে। দুইজন গ্রেফতার হয়েছে। তবে এটা অনভীপ্রেত দু:খ জনক। প্রত্যেকে তার ধর্মীয় আচার অনুষ্ঠান প্রাবন নিবিঘ্নে তারা পালন করবে।