Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
এশিয়ান টিভির রিপোর্টার ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার পূর্বাচল প্রতিনিধি রাশেদুল ইসলামকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে মনির ওরফে ডিব্বা মনির ও মাদক কারবারি আক্তার। সাংবাদিকের বাড়িতে হানা দিয়ে তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে হুমকি দিয়েছে এই সন্ত্রাসীরা।গতকাল
বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর ) দুপুরে এই ঘটনায় ভুক্তভোগি সাংবাদিক রাশেদুল ইসলাম ও তার মা জোসনা আকতার রূপগঞ্জ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত বিবাদীরা হলেন- রূপগঞ্জের ব্রাহ্মণগাঁও এলাকার মনির ওরফে ডিব্বা মনির (৪৫) ও দক্ষিণবাগ এলাকার আক্তার হোসেন (৪০)।
লিখিত অভিযোগে রাশেদুল ইসলাম উল্লেখ করেন, উল্লেখিত বিবাদীরা উচ্ছৃঙ্খল, দাঙ্গাবাজ, ভূমিদস্যু ও কলহপ্রিয় প্রকৃতির লোক। তারা দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত নানা বিষয় নিয়া আমিসহ আমার পরিবারের সদস্যদের সাথে বিরোধপূর্ণ অবস্থানে রয়েছে। ফলে তারা আমাকে প্রায় সময় নানান ধরনের ভয়ভীতিসহ হুমকি প্ৰদৰ্শন করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১ টার দিকে আক্তার হোসেনের সহযোগিতায় বিবাদী মনির ওরফে ডিব্বা মনির তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। সেই ঘটনার ফোন কল রেকর্ড আমার কাছে প্রমাণস্বরুণ সুরক্ষিত রয়েছে।
একইভাবে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে উক্ত বিবাদীরা আমার দক্ষিণবাগ এলাকার বসত বাড়ির সামনে গিয়ে আমার পরিবারের সদস্যদের নাম উল্লেখ করে গালিগালাজ করে। এ সময় আমার মা মোসাঃ জোসনা আকতার (৫৮) এর প্রতিবাদ করলে তার সাথে উচ্চবাচ্য করে হৈ চৈ করে। পরে তারা গুম ও খুনের হুমকি দিয়ে আমার মাকে ভয় দেখায়। এই ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ করা হয়েছে।