সিদ্ধিরগঞ্জে স্বল্পমূল্যে রমজানের
প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের কার্যক্রম চালু
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
এম.এ. হাশেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের উদ্যোগে রমজান মাসজুড়ে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ের কার্যক্রম চালু রয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে । এ প্রকল্পের আওতায় সাধারণ মানুষ পাইকারি দামে চাল, ডাল, তেল, ছোলা বুট, চিনি, মুড়ি ও খেজুর কিনতে পারছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া খেলার মাঠ এলাকায় এ প্রকল্পের তৃতীয় বুথের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন , জেলা বিএনপির সদস্য ।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ বাজারের প্রগতি সংসদ ও হিরাঝিল মুরগী পট্টিতে ‘ক্রয় দামে বিক্রয়’ প্রকল্পের প্রথম দুটি বুথ চালু হয়। রমজানজুড়ে প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব বুথ থেকে সাধারণ মানুষ বাজার মূল্যের চেয়ে কম দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “রমজানে অসহায় ও সাধারণ মানুষের সহযোগিতায় এ প্রকল্প চালু করা হয়েছে। চাইলে দেশের অন্যান্য স্থানেও এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব, এতে উদ্যোক্তাদের কোনো আর্থিক ক্ষতি হবে না, বরং সাধারণ মানুষ উপকৃত হবে এবং উদ্যোক্তারা সওয়াব পাবেন।”
এই প্রকল্পের আওতায় তেলের কেজি ১৭৫ টাকা, ছোলা বুট ১০০ টাকা, মসুর ডাল ১০০ টাকা, চিনি ১১৫ টাকা, খেজুর ৭০ টাকা, মুড়ি ৭০ টাকা ও চাল ৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি ডি.এই বাবুল, এ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, জি.এম সাদরিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।