রূপগঞ্জের পূর্বাচলে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ ২০ লাখ টাকার মালামাল লুট, আহত-৩
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৮ নম্বর সেক্টরের গোবিন্দপুর এলাকায় বিল্লাল মাস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার
( ৩ সেপ্টেম্বর ) রাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, ল্যাপটব, স্মার্টফোন ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় । এতে বাঁধা দিলে নারী সহ ৩জনকে পিটিয়ে গুরুত্বর আহত করে ডাকাত সদস্যরা।
বাড়ির মালিক বিল্লাল হোসেন জানান, গতরাতে রাজউক পূর্বাচল উপশহরের ৮ নম্বর সেক্টরের গোবিন্দপুর এলাকায় ২০-২৫জনের ডাকাত দল তার বাড়ি সীমানা প্রাচীর বেয়ে ভেতরে ঢুকে বাড়ির সবাইকে হাত, পা বেঁধে জিম্মি করে ফেলে। পরে নগদ টাকা, স্বর্নালঙ্কার, ল্যাপটব, স্মার্টফোন সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে মাহমুদা আক্তার (৪৮), মোবাসিরা মুন্নী(২৪), সিয়াম ভূঁইয়া (১৮) সহ ৩জনকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় মাহমুদা আক্তারের কানের দুল দিতে না চাইলে কান ছিঁড়ে কানের দুল নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তদন্ত জোবায়ের আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।