ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার দেশের
গণমাধ্যমের ভূমিকার আহবান পরাষ্ট্র উপদেষ্টার
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার মোকাবিলায় দেশের গণমাধ্যম কে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ।
ড. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই উঠে পড়ে লেগেছে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন ইস্যুতে তিলকে তাল করছে তারা।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক কর্মশালায় এলডিসি গ্রাজুয়েশন পেছাতে কারো কারো দাবির সাথে দ্বিমত করেন পররাষ্ট্র উপদেষ্টা।
রাজধানীতে এক কর্মশালায় যোগ দিয়ে ভারতীয় গণমাধ্যমের এইসব অপপ্রচারের বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমাদের অন্যতম শক্তি হচ্ছে প্রফেসর ইউনূসের ইমেল সারা দুনিয়াজুড়ে ভালো। সবাই তাকে চিনে, তার তত্ত্বাবধানে যে এইসব অপকর্ম সম্ভব না সেটাই বিশ্বাস করে সবাই। আমাদের গণমাধ্যমেরও এখানে ভূমিকা থাকা উচিত।