নারায়ণগঞ্জ সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া  ফুটপাতে  জমে উঠেছে শীতের পোশাকের বাজার : Nafiz Ashraf. Tnntv24
ছাত্র-জনতার গন-আন্দোলনের  থিমে সাজছে এবারের বানিজ্য মেলা : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত : Nafiz Ashraf.Tnntv24
তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই  রূপগঞ্জে কৃষক  সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24
জিয়াউর রহমানকে রাজাকার বলা যুবলীগ নেতার বাড়িতে হামলা : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে কর্মহীন যুবকদের আত্মকর্মসংস্থানে আয়বর্ধক মূলক প্রশিক্ষণ : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে উৎসাহ উদ্দীপনায়  বিএনপির বিজয় শোভাযাত্রা : Nafiz Ashraf.Tnntv24 
সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে  রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ : Nafiz Ashraf.tnntv24
রূপগঞ্জের পূর্বাচলে  প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত,আহত ২ :Nafiz Ashraf.tnntv24 
রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড : Nafiz Ashraf. Tnntv24
Next
Prev

আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় কে হচ্ছেন নগর পিতা ?

আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় কে হচ্ছেন নগর পিতা ?

Facebook
WhatsApp
LinkedIn
আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় কে হচ্ছেন নগর পিতা ?

আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় কে হচ্ছেন নতুন নগর পিতা ? এ নিয়ে এলাকার ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষন। ভোটাররা আওয়ামীলীগ ও বিএনপি দলীয় প্রার্থীদের রাজনৈতিক ও ব্যক্তিগত দিক বিশ্লেষন করছেন এবং কে নির্বাচিত হলে নাগরিক সুবিধা পাওয়া যাবে।

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আড়াইহাজার পৌরসভা ও গোপালদী পৌরসভার সাধারন নির্বাচন। এ দুটি নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীগণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় আওয়ামীলীগ তাদের দলীয় দুইজন পরীক্ষিত,ত্যাগী ও জনপ্রিয় নেতাকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয় দিয়েছে বলে ভোটারদের অভিমত। আওয়ামীলীগ নেতাকর্মী ও তাদের সমর্থকগণ আড়াইহাজার পৌরসভায় দীর্ঘদিন যাবৎ দলীয় মেয়র প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলীর নৌকা প্রতিকের পক্ষে জোরালো প্রচারনা চালিয়ে আসছিল। নির্বাচনে আওয়ামীলীগ তাদের সর্বশক্তি দিয়ে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ প্রচারনা চালায়। আওয়ামীলীগের প্রচারনা ও দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ মনোভাব ও দলমত সকলের কাছে গ্রহনযোগ্য প্রার্থী দেওয়ার কারনে আওয়ামীলীগের সমর্থকগণ তাদের সহজ জয় হবে বলে মনে করছেন। তবে দলের সিনিয়র কিছু নেতাকর্মীরা আশংকা করছেন আওয়ামীলীগের ভিতরে ঘাপটিমারা বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদানকারীরা ভোটের সময় আওয়ামীলীগের বিপক্ষে কাজ করতে পারেন। অপরদিকে আড়াইহাজার পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী উপজেলা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার বিগত পৌর নির্বাচনের মত এবারও প্রার্থী হয়ে নির্বাচন করছেন। তার নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে বিএনপির কেন্দ্রীয়,জেলা ও উপজেলা সহ সকল স্তরের নেতাকর্মী মাঠে নেমেছে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে। বিএনপির প্রার্থীর লোকজন বলছে নির্বাচন সুষ্ঠু হলে ও ভোট কেন্দ্রে তাদের ভোটারা ভোট দিতে পারলে বিএনপি প্রার্থীর জয় ঠেকাতে পারবেনা।

অপরদিকে গোপালদী পৌরসভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ হালিম সিকদার বিএনপি সেমর্থিত মেয়র প্রার্থী থেকে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছেন। বর্তমান অবস্থা ধরে রাখতে পারলে তার বিজয় নিশ্চিত বলেই অনেকেই মনে করছেন। অন্যদিকে এ পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মুশফিকুর রহমান এলাকায় বেশী একটা পরিচিত মুখ না বিদায় এলাকায় তার প্রচারনা বেশী একটি চোখে পড়েনি। তিনি দলীয় নেতাকর্মীদের সমন্বয় বা নির্বাচনী মাঠে প্রচারনায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। তার পরও বিএনপির ধানের শীষের প্রতিকের ভোট পাবেন। তবে সে ভোট তার বিজয় লাভের জন্য আশানুরূপ না হওয়ারই সম্ভাবনা রয়েছে। আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় সাধারন ভোটারদের সাথে কথা বলে ও পরিবেশ পরিস্থিতি ও ব্যক্তিগত ইমেজ বিশ্লেষন করে মনে হনে ২৫ জুলাই এ দুটি পৌরসভায় নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী সুন্দর আলী ও এ ম এ হালিম সিকদারই আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় নতুন নগর পিতা হওয়ার সুবিধা জনক অবস্থায় বয়েছে। তবে নির্বাচন পর্যন্ত নগরবাসী তাকিয়ে আছে নতুন নগর পিতা কে হয় তা দেখার জন্য।#

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!