মঙ্গলবার (২৬ মার্চ ) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু।
সূচনা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। অতিরিক্ত সাধারণ সভায় আগামী দ্বি বার্ষিক নির্বাচন জুন মাসে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটি পূর্বের নিয়মই পূণরায় বহাল করা হলো। বিগত কয়েক বছর মামলা সংক্রান্ত জটিলতার কারণে ডিসেম্বর মাসে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হত।
অতিরিক্ত সাধারণ সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গঠনতন্ত্র পরিবর্তন পরিবর্ধন করার আলোচনা হয়। কার্য নির্বাহী কমিটি এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টগণ।