Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) ফতুল্লার চাঁদমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রিপন মহানগর আওয়ামী লীগ ১৮ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনের সহযোদ্ধা হিসেবে রাজনীতি করতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজী, হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তার পরিচয় যাচাই বাছাই করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।