মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার ( ২৬ মার্চ ) প্রত্যুষে নগরীর চাষাঢ়া বিজয়স্তম্ভ চত্বরে ৩১ বার তোপধ্বনির পর জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে জেলা পুলিশ সদস্যগণ, জেলা পরিষদ, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা কারাগার, ফায়ার সার্ভিস, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এলজিইডিসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তারপর শুরু হয় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মী ,স্কুল কলেজ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।