নারায়ণগঞ্জ শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
সংস্কারের আগে নির্বাচনের আয়োজন করা যাবে না-‘মার্চ ফর ড. ইউনূস’। Nafiz Ashraf.Tnntv24
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রূপগঞ্জে জামায়াতের গণসংযোগ,লিফলেট বিতরণ:Nafiz Ashraf.Tnntv24
জানেন, আমরা মেয়েরা বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না।Nafiz Ashraf.Tnntv24
বিএনপির জরুরি বৈঠকে তারেক রহমান সভাপতি।Nafiz Ashraf.Tnntv24
বিষ্ফোরক মামলায় হিরার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন, শুনানি ২০এপ্রিল।Nafiz Ashraf.Tnntv24
দেশ গঠনের সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি-নজরুল ইসলাম।Nafiz Ashraf.Tnntv24
হাজার হাজর পিঁপড়রা পাচার;কেনিয়ার বিমানবন্দরে চার চোরাকারবারি আটক:Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে এসআইকে টেক্সটাইল মিলে ডাকাতি: Nafiz Ashraf.Tnntv24
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা।Nafiz AShraf.Tnntv24
শ্রমিক নেতা সেলিম মাহমুদকে যৌথবাহিনী গ্রেফতার করেছে।Nafiz Ashraf.Tnntv24
Next
Prev

রূপগঞ্জে গৃহবধুর আত্মাহত্যা

রূপগঞ্জে গৃহবধুর আত্মাহত্যা

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে গৃহবধুর আত্মাহত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার সন্ধ্যার দিকে স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজনের অত্যাচার সহ্য করতে না পেরে কারিমা বেগম (২৪) নামে এক গৃহবধু গলায় ফাস দিয়ে আত্মাহত্যা করছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহত গৃহবধুর মা বাদী হয়ে ৪ জনকে আসামীকে করে মামলা দায়ের করেন। উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা পশ্চিমপাড়া এলাকা ঘটে এই ঘটনা।
নিহত গৃহবধুর মা মরিয়ম আক্তারের দেয়া লিখিত এজাহার থেকে জানা যায়, তিনি উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকার মৃত আফজাল হোসেনের স্ত্রী। ৮ বছর আগে তিনি তার মেয়ে কারিমা বেগকে ইসলামী শরীয়ত মোতাবেক পার্শ্ববর্তী ভায়েলা পশ্চিমপাড়া এলাকায় রমিজউদ্দিনের ছেলে আজগর আলীর সাথে বিবাহ দেয়। বর্তমানের তাদের সংসারে ২টি সন্তান রয়েছে। এদিকে একবছর ধরে স্বামী আজগর আলী, শ্বশুর রমিজউদ্দিন ,শ্বাশুরি আমেলা বেগম ও ননদ সেলিনা বেগম গৃহবধু কারিমা বেগমকে বিভিন্ন ধরনের অত্যাচার ও মানসিক নির্যাতন করে আসছিল। অত্যাচার সহ্য করতে না পেরে কারিমা বেগম চলতি বছরের এপ্রিল মাসের ৩০ তারিখে স্বামীর বাড়ী থেকে পিতার বাড়ী চলে আসে। এ মাসের ৮ তারিখে স্বামী আজগর আলী ও শ্বশুর রমিজউদ্দিন ভবিষ্যতে এমন হবে বলে তাকে স্বামীর বাড়ীতে নিয়ে যায়। এদিকে, সোমবার বিকেলে ফের স্বামী আজগর আলী ও শ্বশুর বাড়ীর লোকজন কারিমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মানসিক অত্যাচার করেন। অত্যাচার সহ্য করতে না পেরে সন্ধ্যার দিকে স্বামীর নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মাহত্যা করেন গৃহবধু কারিমা বেগম। খবর পেয়ে নিহত গৃহবধুর পরিবারের লোকজন গিয়ে ঘরের ভিতরে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে আত্মাহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহত গৃহবধুর মা বাদী হয়ে স্বামী, শ্বশুর, শ্বাশুরী ও ননদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনার পর থেকে অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে।
এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!