Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে এক দফা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ছাত্র জনতা। রফতানিমুখী পোশাক শিল্পসহ অধিকাংশ শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে।
দোকানপাট, মার্কেট শপিংমল বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জ থেকে রাজধানী ঢাকাসহ সকল জেলার বাস সার্ভিস বন্ধ রয়েছে। তবে মাঠে পুলিশ, বিজিবি, আনসার এবং সেনাবাহিনীর সদস্য দেখা যায়নি।
রোববার (৪ আগস্ট) সকাল থেকে নগরীর টপ পয়েন্ট চাষাঢ়া বিজয় স্তম্ভঘিরে ছাত্রদের বিক্ষোব শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে মাঠে নামে গার্মেন্টস শ্রমিক, দোকান কর্মচারি, বিএনপি ,ছাত্রদল , জামাত-শিবিরসহ বিভিন্ন পেশার মানুষ।
প্রত্যক্ষদর্শিরা জানান,উত্তেজিত কিছু সংখ্যক আন্দোলনকারী চাষাঢ়া রাইফেল ক্লাবসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এসময় শিক্ষার্থীরা হামলা থেকে বিরত থাকার জন্য মাইকে ঘোষণা দিতে থাকে। রাস্তায় আগুন দিলে তাও নিভিয়ে দেয় আন্দোলনকারী ছাত্ররা।
এদিকে ফতুল্লা থানায় হামলা চালিয়ে ইটপাটকেল ছুঁড়ে বিক্ষোভকারীরা। এসময় এক পুলিশ সদস্য আহত হয়। অপর দিকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও জেলা প্রশাসন কার্যালয়ে হামলার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি করে তাদের ছত্রভংগ করে দেয়।
দফায় দফায় বিভিন্ন গ্রুপের বিক্ষোভ মিছিল করতে দেখা যায় বঙ্গবন্ধু সড়কে।