Tnntv24. নিজস্ব প্রতিবেদক:
‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেকে করো জয়’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে দ্রোহের গান ও কবিতা আবৃতির কর্মসূচি পালন করেছেন।
শনিবার বিকালে নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহিদ মিনারে সাংস্কৃতিক কর্মী ও শিল্পীগোষ্ঠীর উপস্থিতিতে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে গণহত্যার বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ, কারফিউ প্রত্যাহার, গণহত্যার দ্বায় শিকার শিক্ষার্থীদের দাবী মানার আহব্বান জানায় সাংস্কৃতিক জোট।
এ সময় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল হক কাজলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, দিনা তাজরিন, কবি আহমেদ বাবলুসহ নেতৃবৃন্দ।
এতে অংশ নিয়ে অভিবাকরা গণহত্যার বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, গণগ্রেপ্তার বন্ধের দাবী জানান। সাংস্কৃতিক জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে দাবী করে এর নিন্দা জানান।
ভক্সপপ : একাধিক অভিভাবক
গণহত্যার বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ, কারফিউ প্রত্যাহার, গণহত্যার দ্বায় শিকার শিক্ষার্থীদের দাবী মানার আহব্বান জানিয়ে সরকারের পদত্যাগ দাবী করেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।
সিংক: ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট