ছিনতাইকারী সন্দেহে চার যুবককে গণধোলাই দিয়ছে গ্রামবাসী। তাদেরকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। বৃহস্পতিবার(২২ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় এই ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: শাহদাত হোসেন জানান, ঘটনাস্থল থেকে কেউ একজন ট্রিপল নাইনে(৯৯৯) ফোন করে জানালে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় চার যুবককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তারা খানিকটা সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করা যাবে। তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।