Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
মেধাবী ছাত্র তানভীর মাহমুদ ত্বকী হত্যার চিহ্নিতদের গ্রেফতার ও বিচারের দাবীতে সমাবেশে করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার বিকেলে নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে দাবী করা হয় ত্বকী, চঞ্চল, আশিক, বুলু, মিঠু ওসমান পরিবারের হাতে নিহত হয়েছে। হত্যাকারি ওসমান পরিবার দাবী করে বিচারের দাবীতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল হক কাজলের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ নাগরীক কমিটির সভাপতি এডভোকেট এ বি সিদ্দিক, মেধাবী ছাত্র তানভীর মাহমুদ ত্বকী পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি,নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, জেলা ন্যাপ এর সভাপতি অ্যাভোকেট আওলাদ হোসেন,সভায় আওলাদ হোসেন দাবী করে বলেন, আজমীর ওসমানের ভয়ে আশিক হত্যা মামলার সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে পারেনি।
মেধাবী ছাত্র তানভীর মাহমুদ ত্বকী পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ত্বকী, চঞ্চল, আশিক, বুলু, মিঠুর হত্যাকারি ওসমান পরিবার। হত্যার বিচার দাবী করে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার সেনাবাহিনীর প্রধানের হস্তক্ষেপ কামনা করে বলেন, শামীম ওসমান দেশের বাইরে না গিয়ে থাকলে যেন আর যেতে না পারে।
রফিউর রাব্বি বলেন, এতদিন স্বৈরাচারী সরকার ও শেখ হাসিনার কারণে ত্বকী এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনির সহ অনেক হত্যার বিচার হয়নি। এখন হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে তাই ত্বকী হত্যার বিচার হতে বাধা নাই।