নারায়ণগঞ্জে বহুতল আবাসিক ভবনের রেস্তোরাঁয় রাজউক অভিযান চালিয়েছে। রোববার ( ১০ মার্চ ) দুপুরে নগরীর চাষাঢ়া বালুর মাঠ এলাকায় রাজধানী উন্নয়ন কর্পোরেশন রাজউক এই অভিযান চালায়।
এসময় ছয়টি রেস্তোরা মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জননিরাপত্তা ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে সাত দিনের সময় বেঁধে দেয়া হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় রাউজকের আট নম্বর জোনের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন, পরিদর্শক শফিউল্লাসহ অন্যান কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে রাজউকের নিবার্হী ম্যাজিস্ট্রেট জানান, অভিযান হওয়ার ভবনে জরুরি বর্হিরগমন ব্যবস্থা না থাকায় ৫০ হাজার টাকা করে ছয়টি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। তিনি জানান, যারা রেস্তোরাঁ গড়ে নিয়মের ব্যতয় ঘটিয়ে চলছে তাদের বিরুদ্ধে রাজউকের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।