নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট টানা ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে শনিবার ৩ (ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে দুপুর ১টা ১৮ মিনিটে সদর উপজেলার ডিসি বাংলোর অপর পাশে বরফকল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানান, দুপুর পৌনে ১টার দিকে গুদামের দক্ষিণ পাশে স্তূপাকারে রাখা পরিত্যক্ত পাইপে আগুন লাগে। শুরুতে গুদামের ভেতর অবস্থানরতরা আগুন নেভানোর চেষ্টা করেন। তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। দুপুর ১টা ২০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা) আনোয়ারুল হক।