নারায়ণগঞ্জে ঘুষের ৪২ লাখ টাকা উদ্ধারের ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার মো. কাউছার আহমেদের দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামস জগলুল হোসেন রিমান্ড মঞ্জুর করেন।
তিনি বলেন, আদালতে আসামি কাউছারের তিন দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইন ও মানি লন্ডারিং আইনের আওতায় মো. কাউছার আহমেদের এই রিমান্ড মঞ্জুর করা হয়।
দুদক সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের প্রাক্তন আউটসোর্সিং কর্মচারী জাহিদুল ইসলাম সুমন (২৮) একটি কার্টনসহ নিরাপত্তা কর্মীদের হাতে আটক হন। জেলা প্রশাসকের নির্দেশে ওই কার্টন খুলে টাকা গুনে ৪২ লাখ টাকা পাওয়া যায়। পরে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে টাকাগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের কোষাগারে জমা রাখা হয়।