টিসিবির পন্য আত্মসাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করায় মহিলা কাউন্সিলর সানিয়া আক্তারকে প্রকাশ্য মারধর করার প্রতিবাদে ও অভিযুক্ত কাউন্সিলর সামছুজ্জোহাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডবাসীর ব্যানারে এ কর্মসুচি পালন করে। এ সময় ২৬ নং ওয়ার্ডের মদনপুর-মদনগঞ্জ সড়কের বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে রাখায় সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। মফিজুল ইসলাম মফিজের সভাপতিত্বে গাজীউর রহমান গাজী , মাজেদা বেগম, নিশাত আক্তার, জুলেখা বেগম মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। পরে তারা একটি মিছিল বের করে। এ সময় নারী কাউন্সিলরকে মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।
উল্লেখ্য, ৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোশেনের ২৬ নং ওয়ার্ডে কার্ডদারীদের মাঝে বিতরণের জন্য টিসিবি’র পণ্য আসে। পরে কাউন্সিলর সামছুজ্জোহার নির্দেশে ডিলার বিতরণ শুরু করে। খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওযার্ডে নারী কাউন্সিলর এসে বিতরণ বন্ধ করে মালামালে হিসেব চায় এবং গণনা করে বুঝে নিতে চায়। এতে বাধা দেয় ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সামসুজ্জোহা মহিলা কাউন্সিলর সানিয়া আক্তারকে মারধর করে। এতে বাধা দিতে গিয়ে কাউন্সিলর সচিব নাঈম গুরুত্বর আহত হয়। পরে আহতরা বন্দর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। পরে কাউন্সিলর সানিয়া আক্তার বাদী হয়ে ওইদিন রাতেই কাউন্সিলর সামছুজ্জোহা ও তার ভাই জাহাঙ্গীরসহ ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ৮ মার্চ বন্দর থানায় মামলা রুজু হয়।