নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর মুজিবনগর আশ্রয়ণ প্রকল্পের দুই শিশু’র ধর্ষণকারী আসামী শিপন আহম্মেদকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ ইনভেস্টিকেশন ব্যুরু ( পিআইবি )। মামলা গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে দাবি পুলিশের। মঙ্গলবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক সাইনবোর্ড এলাকায় পিআইবি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার মো: আল মামুন সিকদার।
পুলিশ সুপার জানান, গত ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে নারায়ণগঞ্জ সদর মডেল থানার সৈয়দপুর মুজিবনগর আশ্রয়ণ প্রকল্পে টিভিতে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে দুই মেয়ে শিশুকে ডেকে নিয়ে শিপন আহম্মেদ নামে এক যুবক ধর্ষণ করে। এসময় শিশু দ্বয়ের মা বাবা কেউ বাসায় ছিল না। এবং আসামী শিপনের স্ত্রীও বেড়াতে গিয়েছিল বাবা’র বাড়ি। এক শিশুর বাবা টংগীর ইজতেমা থেকে ফিরে এসে তার শিশু কন্যা ধর্ষণের শিকার জানতে পারে। পরে এলাকার শালিস আসামী শিপনকে পালিয়ে যেতে সহায়তা করে এমন অভিযোগ পাওয়া যায়। চলতি মাসের ১০ তারিখে ভিকটিমের বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ধর্ষণ মামলা করলে জেলার পুলিশ ইনভেসাটিগেশন ব্যুরু ( পিআইবি ) স্বউদ্যোগে তদন্ত শুরু করে। এবং ২৪ ঘন্টার মধ্যে আসামী শিপন আহম্মেদকে সিলেট থেকে গ্রফতার করে নিয়ে আসে।