নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ( ১৪ মার্চ ) সকাল ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেংগাইন রোড সংলগ্ন মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের পাশে বিসমিল্লাহ এগ্রো ইন্জিনিয়ারিং এন্ড ওয়ার্কসপে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে দুই ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ওই ওয়ার্কসপের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে কারখানার শ্রমিকগণ।
সোনারগাঁ ফায়ার স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আমরা দ্রুত পৌঁছে গিয়ে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।