নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন দগ্ধ হয়েছে। দগ্ধ হারুন মিয়াকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার(১৫ মার্চ)দুপুরে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ পঞ্চাশ বছর বয়সী হারুন মিয়ার বাড়ি সস্তাপুর কাঠেরপুল এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে জুম্মান নামাজ শেষে দোতলা বাড়ির নিচ তলায় থাকা চায়েন দোকান খুলতে যায় হরুন মিয়া। এসময় চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে দোকানে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিভিয়ে দগ্ধ অবস্থা হারুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আগুনে হারুন মিয়ার শরীর বিভিন্ন অংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ধারণা, সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে জমে থাকা অবস্থায় ম্যাচ দিয়ে চুলা জ্বালানোর সময় এ বিস্ফোরণ ঘটে। এসময় বিস্ফোরণে দগ্ধ হারুন মিয়াকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে বলে উল্লেখ করেন ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ।