নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারী দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন গৃহবধূ আইরিন(৩২) ও জান্নাত(২৪)।
বৃহস্পতিবার(২১ মার্চ) রাত সাড়ে ৯ টার পর এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুই নারীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, সিলিন্ডারের সংযোগ পাইপের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে এ ঘটনা ঘটে। দগ্ধদের রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
এদিকে দগ্ধ গৃহবধূ আইরিনের স্বামী রুবেল জানান, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন তারা। বৃহস্পতিবার রাতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্ত্রীসহ জান্নাত নামে এক প্রতিবেশীও দগ্ধ হন। দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদের।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, রাতে নারায়ণগঞ্জ থেকে দুই নারীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে তাদের ভর্তি করা হয়েছে।