আজ শনিবার( ২৩ মার্চ) দেশের নন্দিত অভিনেত্রী বিপাসা হায়াতের জন্মদিন। তিনি একাধারে নাট্যকার, চিত্রশিল্পী ও নন্দিত অভিনেত্রী হিসেবে পরিচিত । গুণী এই শিল্পী বর্তমানে সপরিবারে আমেরিকায় অবস্থান করছেন। সেখানে তার দুই সন্তান আরীব ও আরিশা পড়াশোনা করছেন। তাদের আগামীর সুন্দর ভবিষ্যতের জন্যই সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত দম্পতি।
একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা , নাট্যকার, পরিচালক আবুল হায়াতের বড় মেয়ে বিপাশা হায়াত। ১৯৭১ সালের ২৩ মার্চ বিপাশা হায়াত জন্ম। বিপাশা হায়াত প্রসঙ্গে বাবা আবুল হায়াত বলেন, আজকের এই দিনেই বিপাশার জন্ম হয়েছিল। আমি বাবা হয়েছিলাম এই দিনে। আমার খুউব আদরের সন্তান বিপাশা। দেশে নেই, স্বাভাবিকভাবেই মনটা খারাপ। তবে যেখানে আছে সে তার স্বামী-সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, এটাই আমার এবং আমার স্ত্রীর মনের শান্তি। সন্তান যেখানেই থাকুক, যেভাবেই থাকুক যেন ভালো থাকে, সুস্থ থাকে। প্রত্যেক বাবা-মায়ের কামনা এটাই। নিশ্চয়ই আজকের দিনে বিপাশা কেক কাটবে। সন্তানদের নিয়ে আনন্দ করবে। বিপাশা সবমিলিয়ে ভালো থাকুক, জন্মদিনটাও ভালো কাটুক, এটাই চাই। আর সময়-সুযোগ করে বাচ্চাদের পড়াশোনার সঙ্গে সমন্বয় করে আমাদের মাঝে কিছুটা সময়ের জন্য হলেও আসুক, এই চাই। শুভ জন্মদিন বিপাশা।
তুমি আমাদের গর্ব। আবুল হায়াত জানান, লিবিয়া থেকে দেশে ফেরার পর বিপাশা হায়াত শিশুশিল্পী হিসেবে প্রথম নাটকে অভিনয় করেন। তার নিজের পরিচালনায় বিপাশা হায়াত প্রথম অভিনয় করেন ‘হারজিৎ’ নাটকে। এটা আবুল হায়াতেরও প্রথম পরিচালিত নাটক ছিল। বিপাশা হায়াত প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, বিপাশা তার সব কর্মদিয়েই একজন আলোকিত মানুষ। আমরা দীর্ঘ সময় দুজন দুজনকে দেখছি। নিঃসন্দেহে বিপাশা মানুষটিই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তার আলাদা কোনো সত্ত্বাকে বিশেষভাবে প্রাধান্য দেবার কোনো সুযোগ নেই। কারণ সবকিছু মিলিয়েই পরিপূর্ণ একজন বিপাশা, একজন আলোকিত মানুষ।
তার জন্মদিনে অবশ্যই অনেক অনেক শুভকামনা, শুভ জন্মদিন। বিপাশা হায়াতের অভিনয় কিংবা আকাআঁকির বিষয় যতোটা না প্রচার-প্রসারে এসেছে বিপরীতে যেন গান তার পিছনেই রয়ে গেছে। অথচ বিপাশা হায়াতের সংস্কৃতি চর্চার শুরুটা গান দিয়েই। ওস্তাদ খালিদ হোসেন, আখতার সাদমানী, জাকির হোসেন, সানজিদা খাতুন, মিতা হকের মতো বরেণ্য সঙ্গীতজ্ঞদের কাছে তার গান শেখা। অথচ একটি সময়ে এসে বিপাশা হায়াতকে গানে আর পাওয়া যায়নি। পাওয়া গেছে অভিনয়ে আর আঁকাআঁকিতে।