মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপির সাবেক নেতা আতাউর রহমান মুকুল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ ) সকালে বন্দর বাগবাড়ি এলাকা থেকে বর্ণাঢ্য এক র্যালি নিয়ে বন্দর সমর ক্ষেত্রে স্মৃতি সৌধে যান। সেখানে নেতা কর্মীদের সাথে নিয়ে স্মৃতি সৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
স্মৃতি সৌধে ফুল দিয়ে সংক্ষিপ্ত বক্ত্যব্যে আতাউর রহমান মুকুল বলেন, আমরা এই দেশ পেয়েছি শহীদদের জন্য। তাঁরা যদি জীবন না দিত তাহলে আমরা এই দেশ পেতাম না। আমিও দুই বার চেয়ারম্যান হয়ে জনগণের সেবা করতে পারতাম না। তাই সকলের নৈতিক দায়িত্ব শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানানো।
মূলত এই কারণেই আজ আমরা বীর শহীদদের স্মরণে র্যালি এবং স্মৃতি সৌধে ফুল দিয়ে স্মরণ করছি ও শ্রদ্ধা জানাচ্ছি।