নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তালিকা ভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ইউপি সদস্য সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ( ৩০ মার্চ ) দুপুরে উপজেলার ব্রাক্ষ্মনদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল ব্রাক্ষ্মনদী এলাকার মাদক কারবারী মকবুল হোসেনের ছেলে।
এলাকাবাসীর অভিযোগ, ৩ নম্বর ওয়ার্ড মেম্বার সোহেল গত ইউপি নির্বাচনে এলাকায় প্রভাব খাটিয়ে নির্বাচিত হয়। নির্বাচনে বিজয়ী হয়ে আরো বেপরোয়া হয়ে যায়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য থানায় একাধিক অভিযোগ রয়েছে। শনিবার পুলিশ সন্ত্রাসী সোহেলকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্থি প্রকাশ করছে।
এদিকে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আহসান উল্লাহ বলেন, ইউপি সদস্য সোহেল পুলিশের তালিকা ভূক্ত আসামী। সে পলাতক ছিল। সোহেলের পরিবারের প্রায় সকলেই মাদক কারবারী। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। মাদক ও অস্ত্র উদ্ধারে সোহেলকে নিয়ে অভিযানে বের হবে বলে দাবি করলেন ওসি আহসান উল্লাহ।