মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় পাশ করেছে কৈশোর পেরনো আদরের এক ঘর কন্যা। তার মা বাবা দু’জনই কর্মজীবি। সারা দিন তারা বাইরে থাকেন। কন্যা একা একা ঘরে বসে কি করবে ? কাজ নেই। অলস সময় কতক্ষণ ভালোলাগে ? তাই কন্যার মনযোগ হয় মোবাইলে।
মোবাইলে গেম, মোবাইলে সিনেমা, মোবাইলে নাটক আর গানে মশগুল হয়ে যায় এই কন্যা। তখন সময় মতো খাওয়া, নাওয়া মোটেও ভালোলাগেনা তার।
বাবা মা’ও সময় মত মেয়ের দিকে খেয়াল রাখতে পারে না। তাদের মাথায় কাজ করে;মেয়ে তো ধার্মিক। মাদ্রাসায় পড়ে দাখিল পাশ করেছে। ভবিষ্যতে পরহেজগার হবে!
কিন্তু ,মেয়ে যে কোরিয়ান ব্যান্ড সংগীত বিটিএস দলের ভক্ত হয়ে গেছে, তা কি মা বাবা জানেন?
আসলে সেদিকে বাবা মা’য়ের কোন খেয়াল নেই।
কৈশোর পেরিয়ে নব যৌবনা সেই কন্যা সম্প্রতি একাই ঘর ছেড়ছে। পালিয়েছে সংসার থেকে।
সম্প্রতি এমন অঘটন ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফতুল্লার শিহাচর এলাকায়। এ ব্যাপারে ঘর পালানো মেয়ের বাবা ফতুল্লা মডেল থানায় একটিসাধারণ ডায়েরি দায়ের করেছ। পুলিশ স্বীকার করেছে ঘটনার সত্যতা।