বুধবার ( ১৭ এপ্রিল ) বেলা ১১ টার পর জেলা নির্বাচন অফিসের সভা কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। একই সময় দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপর এক প্রার্থীর অভিযোগ শুনানী শেষে খারিজ করে দেয়া হয়।
চেয়ারম্যান প্রার্থীগণ হলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ রশীদ, বিএনপির সাবেক নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান, মুছাপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার পুত্র মাহমুদুল হাসান।
ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী হলেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মো:আলমগীর হোসেন, মোসাঈদ রহমান এবং শহিদুল ইসলাম জুয়েল।
নারী ভাইস চেয়ারম্যান পদে দুই জন হলেন, মাহমুদা আক্তার ও বর্তমান ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন।
রির্টানিং অফিসার কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দ প্রার্থীদের স্মরণ করিয়ে দেন, প্রার্থীতা বৈধ ঘোষণা করা হলেও, আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কারো কোন আপত্তি থাকলে, ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে আপিল করতে পারবেন। আপত্তি শুনানী করে ২১ এপ্রিল নিষ্পত্তি করা হবে।
কোন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে তাকে সরাসরি রির্টানিং অফিসারের কাছে এসে আবেদন জমা দিতে হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল।
আগামী ৮ মে বন্দর উপজেলা পরিষদের ভোটগ্রহণ। মোট ভোটার রয়েছ ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন।
|