কোন রকম সহিংস ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলায় ২১ মে মঙ্গলবার নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে।
তিন উপজেলায় যারা বিজয়ী হয়েছেন তারা হলেন; রূপগঞ্জ উপজেলা বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব। তাঁর প্রতীক ছিল দোয়াত-কলম। তিনি ভোট পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৬৪১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু হোসেন ভূইয়া রানু আনারস প্রতীকে ২১ হাজার ২৫৪ ভোট পেয়েছেন।
আড়াইহাজার উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম স্বপন। তাঁর প্রতীক ছিল ঘোড়া। তিনি এক লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়েছেন। স্বপনের নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজালাল মিয়ি দোয়াত-কলম প্রতীকে ভোট পেয়েছেন ১৩ হাজার ১৩২।
সোনারগাঁও উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালাম। তার প্রতীক ছিল ঘোড়া। তিনি ঘোড়া প্রতীকে ৮১ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতক প্রতিদ্বন্দ্বী ৭৫ হাজার ৬২৫ ভোট পেয়েছেন।
টিএনএনটিভি24 বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছে।