Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কারফিউ ভঙ্গ করে নারায়ণগঞ্জ থেকে ছুটছে রাজধানী ঢাকার দিকে। সোমবার সকাল থেকেই দু’চার জন করে বিচ্ছিন্ন ভাবে চাষাঢ়া থেকে ঢাকার পথে যেতে দেখা যায় তাদের। চাষাঢ়া ছাড়াও বিভিন্ন পয়েন্ট থেকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকার পথে রওনা হয়েছে। আন্দোলনকারীরা ঢাকায় চলে যাওয়ার কারণে নারায়ণগঞ্জের আন্দোলনের কেন্দ্র চাষাঢ়া ফাঁকা হয়ে আছে।
আন্দোলনকারীদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আসিফ মাহমুদ বলেছে, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো।
এদিকে সোমবার দুপুর ১২ টায় শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভ ঘিরে কিছু সংখ্যক জামাত কর্মী লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে শ্লোগান দেয়। এসময় আইনশৃঙ্খলারক্ষা বাহিনী কয়েটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায় এবং কয়েক রাউন্ড টিয়ার শেল ছুঁড়ে।কয়েক আইনশৃঙ্খলাবাহিনী সরে গেলে মাঠ দখলে নেয় জামাত-বিএনপি কর্মীরা। কিছুক্ষণ পর আবার আইনশৃঙ্খলা বাহিনী শর্টগানের গুলি ছুড়তে থাকে। তখন ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।
এদিকে সাইনবোর্ড এলাকা দখলে রেখেছে আন্দোলনকারীরা। ঢাকা-চট্টগ্রাম,ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। লিং রোড সাইন বোর্ড এলাকায় কয়েক দফা সংঘর্ষ হয়েছে ছাত্র লীগ, আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে।