Tnntv24. নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রফিক সদস্যরা না থাকায় জরুরি প্রয়োজন ও রক্ষণা বেক্ষণে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং আনসার সদস্যরা। পাহাড়া দিচ্ছে থানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা। রাস্তায় ট্রাফিকের দায়িত্ব ও শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করছে তারা। এছাড়া এখনো বিভিন্ন স্থানে দখল ও ভাঙচুর লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা বলছেন এমন কিছু সহ্য করা হবে না। এদিকে আজ বুধবার সকাল থেকে বিভিন্ন গন্তব্যে যানবাহন চলাচল বেড়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় পুলিশের উপর হামলার পর থেকে থানাগুলো পুলিশ শূন্য হয়ে পরে। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। এমন নানা কারণে বড় বড় মার্কেট ও দোকানপাট খোলেনি। মূলত মুদিদোকান, পাড়ার হোটেল, কাঁচাবাজারসহ গলির বাজারগুলো স্বাভাবিক চলছে।
নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা ও ট্রফিক সদস্যরা না থাকায় জরুরি প্রয়োজন ও রক্ষনা বেক্ষনে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মী এবং আনসার সদস্যরা। পাহাড়া দিচ্ছে থানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা। নারায়ণগঞ্জ সদর থানাসহ অন্যান্য প্রতিষ্ঠান পুলিশ শূন্য হয়ে পরায় এখন আনসার বাহিনীর সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মী পাহাড়া দিচ্ছে। রাস্তায় ট্রাফিকের দায়িত্ব ও শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করছে তারা। শিক্ষার্থীরা সবাইকে দেখিয়ে দিয়েছে তারা দেশের প্রয়োজনে সব করতে পারে।
ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে গত দুইদিন যাবত বিআরটিসি’র বাস চলাচল করলেও বেসরকারী পরিবহনের বাস গুলো চলছে না। নিরাপত্তার অভাবে বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিক কর্মচারীরা অর্থা কষ্টে দিনাতিপাত করছে বলে জানান। অপর দিকে রাস্তায় বিআরটিসি’র বাস চলাচল করায় তারা স্টাফরা ভাল আছেন বলে জানান।
সাধারণ মানুষের মধ্যে নানা ভয়ভীতি থাকার পরও বিভিন্ন প্রয়োজনে ঘর থেকে বের হয়ে নানা গন্তব্যে যাচ্ছেন। তবে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে বাস চলাচল স্বাভাবিক না হওয়ায় দুর্ভোগে পরছেন যাত্রীরা।
এদিকে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীরা।
গত ৫ আগস্ট নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় স্বর্ণশিল্প ব্যবসায়ীদের মধ্যে আতংকের সৃষ্টি হওয়ায় নগরীর কালীর বাজার ও মীনা বাজার এলাকার স্বর্ণপট্টি বন্ধ আছে। এতে শ্রমিকরা আর্থীক কষ্টে দিন কাটাচ্ছে। তাই ব্যবসা চালুর জন্য দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবী ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের।
এখনো বিভিন্ন স্থানে দখল ও ভাঙচুর লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা বলছেন এমন কিছু সহ্য করা হবে না। যারা এসবের সাথে জড়িত তারা দলের কেউ না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নেতৃবৃন্দ।