Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
ছাত্র জনতার দাবীর প্রতি বৃদ্ধাগুলি প্রদর্শন করে রাজপথে এসে দৃষ্টতা দেখিয়েছেন তার দায় দায়িত্ব আইভীকে বহন করতে হবে। বলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার এক সমাবেশে তিনি বক্তব্য রাখছিলেন।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় অবস্থান কর্মসুচি শেষ করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দরের ২০ নং ওয়ার্ড সভাপতি ও সিটি করপোরেশনের কাউন্সিলর শাহেন শাহ আহম্মদ, মাসুদ করীম সহ নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে বক্তব্যকাল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সমালোচনা করে বলেন, আপনি আওয়ামীলীগের প্রতিটি হত্যা সহ অপকর্মের দোসর, আপনি পদত্যাগ করে পালিয়ে যান। তা না হলে আমরা নগর ভবন ঘেরাও কওে আপনাকে বাধ্য করতে। তিনি বলেন, আমরা বলেছিলাম ১৫ আগষ্ট কোন ষড়যন্ত্রকারীকে, খুনি শেখ হাসিনার দোসরদের মাঠে দেখতে চাই না। কিন্তু আপনি (মেয়র আইভী) যে ষড়যন্ত্রে মেতে উঠেছেন আপনি পদত্যাগ করেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্যকাল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জে যে খুন হয়েছে আওয়ামীলীগের পেটোয়াবাহিনীর হাতে, তা পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী, শামীম ওসমান, সেলিম ওসমান, আজমীরী ওসমান, অয়ন ওসমান, আইভী, বাবু সহ সকলকে জবাব দিতে হবে। এ সব খুন, গুম হত্যার এখনো মামলা হয়নি বলে বলে ছাত্র জনতার দাবীর প্রতি বৃদ্ধাগুলি প্রদর্শন করে রাজ পথে এসে যে দৃষ্টতা দেখিয়েছেন তার দায় দায়িত্ব আপনাকে (সিটি মেয়র ডা. আইভীকে) বহন করতে হবে।
সাখাওয়াত বলেন, ছাত্র জনতার হত্যাকারী, গণতন্ত্র হত্যাকারী, গুম খুন, দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে আবার তলানিতে পরিনত করায় পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী সহ হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।