শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ২৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য সন্ত্রাসের গডফাদার শামীম ওসমানসহ ২৪৮ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে একটি হত্যা মামলা হয়েছে।
আসামীদের মধ্যে শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমানসহ তাদের পরিবারের ৫ জন রয়েছে। একজন মেয়র আইভীর ভাই। বাদবাকি সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক।
নারায়ণগঞ্জের শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু,ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান।
আর বাদবাকী সকল আসামীই ওসমান পরিবার ঘরনার। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন জনৈক আবুল বাশার অনিক।
মামলায় বলা হয়েছে,শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন চলমান অবস্থায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ল্যাব এইড হাসপাতালের সামনে গত ৫ আগস্ট ছাত্রলীগ,যুবলীগ সন্ত্রাসীদের গুলিতে আবুল হাসান স্বজন(২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় স্বজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ৬ আগস্ট তার মৃত্যু হয়। পরিবার থেকে দাবি করা হয়েছে নিহত আবুল হাসান স্বজন যুবদল কর্মী ছিলেন। মামলার বাদী আবুল বাশার অনিক নিহত স্বজনের ভাই।
মামলায় শামীম ওসমান ঘরনার অপরাপর আসামীরা হলেন,শাহ নিজাম, ডিস বাবু, মীর সোহেল আলী, জুয়েল, রাফেল, হাবিবুর রহমান রিয়াদ, আহমেদ কাওসারসহ ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম না জানা আরো ২০০ আসামী রয়েছে এই হত্যা মামলায়।