Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড়া এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহসান কবির শরীফ নিহতের ঘটনায় মামলা হয়েছে। শািনবার দুপুরে নিহতের বাবা হুমায়ুন কবির মাষ্টার বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের , জুনায়েদ আহমদে পলক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান,কবির হোসেন, তাজিম বাবু,নজরুল ইসলাম ওরফে বুইট্রা নজরুলসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ -২০০ জনকে আসামী করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, গত ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্ররা ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সানরপাড় পিডিকে সিএনজি পাম্পে সামনে জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলো। এসময় এক নম্বর আসামী শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদেরের নির্দেশে আওয়ামীলীগ, যুবলের সন্ত্রাসীরা ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠি সোঠা, আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। এসসময় তাদের ছোঁড়া গুলিতে আমার ছেলে আহসান কবির শরীফের বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সানারপাড় ইষ্ট ভিউ হাসাপাতাল নেয় হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে মারা যায় আহসান কবির শরিফ। আসামীদের হুমকির কারনে পোষ্টমটেশ ছাড়াই হাসাপাতাল থেকে তাকে নিয়ে এসে দাফন করা হয় ।