নারায়ণগঞ্জ শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি,পুনবিবেচনার দাবি-না’গঞ্জ চেম্বার সভাপতি।Nafiz Ashraf.Tnntv24
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্যবস্থা।Nafiz Ashraf.Tnntv24
মির্জা ফখরুল বলেছেন ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না।Nafiz Ashraf.Tnntv24
সংস্কারের আগে নির্বাচনের আয়োজন করা যাবে না-‘মার্চ ফর ড. ইউনূস’। Nafiz Ashraf.Tnntv24
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রূপগঞ্জে জামায়াতের গণসংযোগ,লিফলেট বিতরণ:Nafiz Ashraf.Tnntv24
জানেন, আমরা মেয়েরা বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না।Nafiz Ashraf.Tnntv24
বিএনপির জরুরি বৈঠকে তারেক রহমান সভাপতি।Nafiz Ashraf.Tnntv24
বিষ্ফোরক মামলায় হিরার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন, শুনানি ২০এপ্রিল।Nafiz Ashraf.Tnntv24
দেশ গঠনের সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি-নজরুল ইসলাম।Nafiz Ashraf.Tnntv24
হাজার হাজর পিঁপড়রা পাচার;কেনিয়ার বিমানবন্দরে চার চোরাকারবারি আটক:Nafiz Ashraf.Tnntv24
Next
Prev

সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে এবার হত্যা মামলা,শামীম ওসমানের গুলিতে মিনারুলের মৃত্য

সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে এবার হত্যা মামলা,শামীম ওসমানের গুলিতে মিনারুলের মৃত্য

Facebook
WhatsApp
LinkedIn
মেয়র আইভী’র দৃঢ়তার কাছে বার বার হার মানছেন সাংসদ শামীম ওসমান

 

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্যবিদায়ী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবার পোশাক শ্রমিক হত্যা মামলার আসামী হয়েছেন। এটাই তাঁর বিরুদ্ধে প্রথম কোন হত্যা মামলা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় জনৈক নাজমুল হক তার ভাই হত্যাকান্ডের ঘটনায় এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে লিখেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সন্ধ্যায় শামীম ওসমানের গুলিতে তার ছোট ভাই মিনারুল ইসলাম নিহত হয়। মামলায় আরো সাবেক মন্ত্রী এমপিসহ ১৩০ জনের নাম উল্লেখ করে আরো ৩০০ অজ্ঞাত আসামী করা হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জের সাবেক চার সংসদ সদস্য,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বহিস্কৃত মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান মকুল সহ ১৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় জেলার বিভিন্ন থানায় এ নিয়ে ৩২টি মামলায় । এটাই প্রথম সদ্য বিদায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে মামলা।

আন্দোলনে অন্য এক জায়গায় সৈয়দ মোস্তফা কামাল রাজু নিহত হওয়ার ঘটনায় একই দিন আরো একটি মামলা দায়ের করা হয় সিদ্ধিরগঞ্জ থানায়।

মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনার মামলায় প্রধান আাসামী করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য-শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী,কায়সার হাসনাত,সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলওনা হায়াত আইভী, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জনকে আসামী করা হয়।
বাদী নাজমুল হক এজাহারে অভিযোগ করেন- ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সিদ্ধিরগঞ্জের আদমজী রুটের আমিন নগর পাওয়ার হাউজের সামনে আসামীরা ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়তে থাকে চারদিকে। সন্ধ্যা ছয়টার দিকে তার ভাই মিনারুল ইসলামকে শামীম ওসমান গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৈয়দ মোস্তফা কামাল রাজু গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় তার স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামী করা হয় এ মামলায়।
উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলন প্রতিহত করতে হামলা ও গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় এ পর্যন্ত  নারায়ণগঞ্জে ৩২টি মামলা হওয়া খবর নিশ্চিত হওয়া গেছে। সিদ্ধিরগঞ্জ থানায় এ দুটি মামলা ছাড়াও এর আগে আরো নয়টি মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুইটি, ফতুল্লা থানায় আটটি,সোনারগাঁও থানায় চারটি, আড়াইহাজার থানায়  চারটি ও রূপগঞ্জ থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে ২৪ আগস্ট ঢাকা থেকে গ্রেপ্তার সাবেক  বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে  তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!