নারায়ণগঞ্জ শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি,পুনবিবেচনার দাবি-না’গঞ্জ চেম্বার সভাপতি।Nafiz Ashraf.Tnntv24
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্যবস্থা।Nafiz Ashraf.Tnntv24
মির্জা ফখরুল বলেছেন ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না।Nafiz Ashraf.Tnntv24
সংস্কারের আগে নির্বাচনের আয়োজন করা যাবে না-‘মার্চ ফর ড. ইউনূস’। Nafiz Ashraf.Tnntv24
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রূপগঞ্জে জামায়াতের গণসংযোগ,লিফলেট বিতরণ:Nafiz Ashraf.Tnntv24
জানেন, আমরা মেয়েরা বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না।Nafiz Ashraf.Tnntv24
বিএনপির জরুরি বৈঠকে তারেক রহমান সভাপতি।Nafiz Ashraf.Tnntv24
বিষ্ফোরক মামলায় হিরার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন, শুনানি ২০এপ্রিল।Nafiz Ashraf.Tnntv24
দেশ গঠনের সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি-নজরুল ইসলাম।Nafiz Ashraf.Tnntv24
হাজার হাজর পিঁপড়রা পাচার;কেনিয়ার বিমানবন্দরে চার চোরাকারবারি আটক:Nafiz Ashraf.Tnntv24
Next
Prev

ফ্যাসিস্ট হাসিনার বিচার চায় বৈষম্যবিরোধী সমন্বয়করা । Nafiz Ashraf. Tnntv24

ফ্যাসিস্ট হাসিনার বিচার চায় বৈষম্যবিরোধী সমন্বয়করা । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফ্যাসিস্ট হাসিনার বিচার চায় বৈষম্যবিরোধী সমন্বয়করা । Nafiz Ashraf. Tnntv24
ছাত্র -জনতার উপর ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পুলিশ , ছাত্রলীগ  যে হামলা নির্যাতন গুলি করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা শান্ত হবেনা — সমন্বয়ক সারজিস আলম

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 বৈষম্যাবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ক্ষমতা ধরে রেখে মানুষকে যে ভাবে হয়রানি , নির্যাতন গুম খুন করেছে ঠিক একই ভাবে  অন্যকোন ফ্যাসিষ্ট যদি ক্ষমতার অপব্যবহার করে একই কাজ করে তা ছাত্রজনতা সমর্থন করেনা ।  ছাত্রজনতার স্পিরিটের সাথে তা যায়না।  মঙ্গলবার  বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর এ কে এম সামসুজ্জোহা স্টেডিয়ামে  ছাত্র -নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, ছাত্র -জনতার উপর ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পুলিশ , ছাত্রলীগ  যে হামলা নির্যাতন গুলি করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা শান্ত হবেনা।  তাদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাঠগোড়ায় দাড় করানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

ছাত্র জনতার হাতেই আগামীর নতুন বাংলাদেশ দেখতে চাই জানিয়ে তিনি বলেন, ছাত্র -জনতার অভ্যুন্থানে যে বাংলাদেশ পেয়েছি তা কোন ভাবেই যে আবার নতুন কোন ফ্যাসিষ্টের হাতে যেতে না পার সেজন্য সাবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

  তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগি হওয়ার আহবান জানিয়ে বলেন,   আগামীর  নতুন বাংলাদেশ গড়তে হলে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে  হবে।
সারজিস মাদক কারবারী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, মাদক কারাবারী সিন্ডিকেটের বিরুদ্ধে  ছাত্রজনতা রুখে দাড়াবো।

সারজিস বলেন,  বিগত দিনে কিছু মানুষ নারায়ণগঞ্জের মানুষকে জিন্মি করে গার্মেন্টের জুটের ব্যবসা, চাদাঁবাজি , মার্কেট দখল করেছে । কিন্তু ছাত্র জনতার অভ্যুন্থানের পরও যদি একই কাজ নতুন কোন ফ্যাসিস্ট গোষ্টি করে তা ছাত্র জনতা মেনে নিবেনা বলে হুশিয়ারী দেন।

সারজিস আলম আরো বলেন,  নারায়ণগঞ্জে একটি গোষ্টি  নিজের স্বার্থে কিশোরদের ব্যবহার করে স্বার্থ হাসিল করছে। কিশোরদের অভিজ্ঞতায় সীমাবদ্ধ থাকতে পারে।  তিনি কিশোরদের সাবধান হওয়ার আহবান জানিয়ে বলেন,  কারো লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার হবে না। তিনি  কিশোরদের পড়াশোনা করে  নিজের ভবিষৎ সু নাগরিক হয়ে গড়ে উঠার আহবান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন সমন্বয়ক  মেহেরাব সিফাত, শাহীন মিয়া, সামিয়া মাসুদ মম, আসিফ আদনানসহ অনেকে।

এর আগে সারজিস আলম গত ১৬ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ছাত্র বৈষম্য আন্দোলনে আহত নিহতের পরিবারের  সাথে মতবিনিময়র করেন।
ছাত্র বৈষম্য আন্দোলনে গত ১৬ জুলাই থেকে পাচঁ আগষ্ট পর্যন্ত নারায়ণগঞ্জে পুলিশ ও আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহত ও আহতদের পরিবার ও স্বজনদের সাথে মতবিনিময় করেছেন। দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়  ছাত্রবৈষম্য আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম নিহতদের পরিবারের  স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। একই সাথে তিনি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের আশ্বস্থ করেন বর্তমান সরকার তাদের পাশে আছেন এবং তাদের জন্য একটি ব্যবস্থা গ্রহণ করবেন।
মতবিনিময় সভা শেষে নিহতরে স্বজন  ও আহতরা জানান, বৈষম্যবিরোধি আন্দোলনের  সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, সৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলনের যারা নিহত হয়েছেন তাদের পারিবারের পাশে বর্তমান সরকার আছে। অতিদ্রুততম সময়ের মধ্যে তারা মিটিং করে সরকারি ভাবে একটি ব্যবস্থা গ্রহন করবেন। একই সাথে যারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্থ করেন। এসময় নারায়ণগঞ্জের ছাত্র বৈষম্য আন্দোলনের  সমন্বয়ক ফারজানা আক্তার মুনাসহ  অনেকে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!