Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী কাউসার ও তার পিতার বিরুদ্ধে উদ্যেশ্যপ্রণীত হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন-রূপসী সড়করর হাটাবো বাজার এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
এসময় মানববন্ধনে এলাকাবাসী বলেন, গত ৫ সেপ্টেম্বর স্থানীয় আতলাশপুর এলাকা দুর্বৃত্তরা ছাত্রদল নেতা দোলন ভূইয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন। কিন্তু এ ঘটনায় উদ্দেশ্যে প্রনীতভাবে সমাজে হেয় প্রতিপন্ন করতে দোলনের চাচা ছামাদ ভূইয়া বাদী হয়ে ব্যবসায়ী কাউসার ভূইয়া, তার পিতা আওলাদ ভূইয়াসহ এলাকার কিছু সাধারন মানুষকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বক্তারা, মামলার সঠিক তদন্ত সাপেক্ষে কাউসার ও তার পিতার বিরুদ্ধে দায়ের করা হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের সু – দৃষ্টি কামনা করেন।