Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতা:
পূজোয় খুলবে ভাগ্যের চাকা। আসবে অঢেল টাকা। ভাসবেন সুখের সাগরে। এই লক্ষ্যে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রূপগঞ্জের হিন্দু ধর্মালম্বীদের দোকানে দোকানে বিশ্বকর্ম পূজা উদযাপন করা হয়েছে।
প্রতিবছর এই দিনে সারাদেশে ধুমধাম করে এ পূজা পালন করা হয়। ধান, জবাফুল, মিষ্টি, মোমবাতি, আগরবাতি, গোলাপজলসহ নানা ধরণের ফল পূজা অর্চনার সামগ্রী হিসাবে ব্যবহার হয়। ঢাকের তালে পূজায় পুষ্পাঞ্জলি, পূজাঅর্চনা ও প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে কণ্যা সংকান্তি বলা হয়। এই তিথিতেই বিশ্বকর্মার জন্ম।
মুড়াপাড়া বাজারের নিপা জুয়েলার্সের পরিচালক রিপন চন্দ্র পাল বলেন, বিশ্বকর্ম পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান বিশ্বকর্মকে দেবতাদের স্থপতি বলা হয়। ভগবান বিশ্বকর্মাও পৃথিবীর প্রথম প্রকৌশলী।