Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী মুকিমনগর এলাকার ব্যবসায়ী আলাউদ্দিনের বাড়িতে ও তার দোকানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।
ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র গত ১৮সেপ্টেম্বর বুধবার রাত ৯টায় ১৪/১৫জন সদস্যের একদল সন্ত্রাসী চাকু, চাপাতি, চাইনিজ কুড়াল, রামদাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ব্যবসায়ী আলাউদ্দিনের মালিকানাধীন আকাশ ষ্টোরে ও পরে তার বসত বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা নগদ টাকা, দোকানের মালামাল, বসত বাড়ির আসবাবপত্র, কম্পিউটার, স্বর্ণালঙ্কারসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে। হামলায় ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে আকাশ আহম্মেদ(২২) ও সাগর আহম্মেদ(১৮) আহত হয়। তাদেরকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাড়ির লোকজনদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশ করে লাশ গুম করার হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ব্যবসায়ী আলাউদ্দিন বাদী হয়ে মঙ্গলখালী গ্রামের সিরু মিয়ার ছেলে কবির মিয়া(৫৪), কবির মিয়ার ছেলে আকাশ মিয়া(২৫), মোহাম্মদ আলীর ছেলে মোঃ নাসিম(২৮), গোলজার হোসেনের ছেলে হৃদয় হোসেনকে(২৬) নামীয় ও অজ্ঞাত ৮/১০কে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।