Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা সন্ত্রাসী,চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টি করছে তারা কোন দলের হতে পারে না। যারা এখনো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে আইনশৃঙ্খলা বাহিনী কাছে অনুরোধ মামলা গুলোর সুষ্ঠু তদন্ত করে নিরীহ মানুষদের হয়রানি না করা আহবান জানান। অপরাধের সাথে জড়িত তাদের রুখে দিতে হবে।এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ওয়াহেদ বিন বকুল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু সহ দলের নেতাকর্মীরা।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন দলের নেতাকর্মীরা।