Tnntv24. নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত ৪ টি হত্যা মামলায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক এমপি ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে জিজ্ঞাসাবাদে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১০ দিনের রিমান্ড চাওয়ার বিপরীতে আদালত ৮দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
রোববার ( ২২ সেপ্টেম্বর ) বিকেলে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্কেরতীককে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিনের আদালতে হাজির করা হলে আদালত শুনানী শেষে রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।